Wellcome to National Portal
Main Comtent Skiped

লালমনিরহাট জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


ইতিহাস

বৃহত্তর রংপুর জেলা ১৯৮৪ সালে পাঁচটি জেলায় বিভক্ত হয়। রংপুর প্রশাসনিক পূর্ণগঠনের মাধ্যমে গঠিত হয় গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলা। লালমনিরহাট জেলা সৃষ্টির পর এখানে কোন কারাগার ছিলো না। এমনটি মহকুমা কারাগার ছিলো না। বিচারকার্য পরিচালনায় এখানকার বন্দিকে কখন মহকুমা কুড়িগ্রাম কারাগার এবং জেলা কারাগার, রংপুর থেকে আনা নেওয়া করা হতো। পরবর্তীতে জেলা প্রশাসক, লালমনিরহাট এর সহযোগিতায় ০৬.০৭ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ১৯৯৭ সালে স্থাপিত হয়ে লালমনিরহাট জেলা কারাগারের যাত্রা শুরু হয়। অতঃপত্র ২৮.০৫.১৯৯৮ খ্রিষ্টাব্দ তারিখে তৎকালীন মাননীয় কারা মহাপরিদর্শক লালমনিরহাট জেলা কারাগারের উদ্বোধন করেন।