Wellcome to National Portal
Main Comtent Skiped

লালমনিরহাট জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


এক নজরে

স্থাপিত ১৯৯৭ সনে

সকল কার্যক্রম শুরু হয় ২৮.০৫.১৯৯৮
ভূমির পরিমাণ
সর্বমোট ভূমির পরিমাণ ০৬.০৭ একর
কারাভ্যন্তরে ০৩.৭৫ একর
বাহিরে ০২.৩২ একর
ধারণ ক্ষমতা
পুরুষ ধারণ ক্ষমতা ১৮০ জন
মহিলা ধারণ ক্ষমতা ১০ জন
বন্দী আবাসন ব্যবস্থা
পুরুষ বন্দীর আবাসন ব্যবস্থা

১। হাজতি ভবন ০১ টি ২য় তলা বিশিষ্ট ওয়ার্ড সংখ্যা ০৪ টি।

২। কয়েদি ভবন ০১ টি ২য় তলা বিশিষ্ট ওয়ার্ড সংখ্যা ০৪ টি।

৩। সেল ভবন ০১ টি ০১ তলা বিশিষ্ট ০৫ কক্ষ বিশিষ্ট সংখ্যা ০২ টি।

৪। সেল ভবন ০১ টি ০১ তলা ০৫ কক্ষ বিশিষ্ট সংখ্যা ০২ টি।

৫। ডিভিশন ভবন ০১ টি ০২ তলা বিশিষ্ট ০২ টি পৃথক ইউনিট।

৬। কিশোর ভবন ০১ টি ০১ তলা বিশিষ্ট ০১ টি ওয়ার্ড।
মহিলা বন্দীর আবাসন ব্যবস্থা

১। মহিলা ভবন ০১ টি ০১ তলা ০২ কক্ষ বিশিষ্ট সংখ্যা ০২ টি।

২। সেল ভবন ০১ টি ০১ তলা বিশিষ্ট ০২ কক্ষ বিশিষ্ট সংখ্যা ০১ টি।
বন্দীর চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল ভবন ০১ টি ০২ তলা বিশিষ্ট ০৬ কক্ষ বিশিষ্ট সংখ্যা ০২ টি।
অন্যান্য ভবনসমূহ

লাইব্রেরী কারা হাসপাতালের ভবন ০১ টি কক্ষ লাইব্রেরী হিসেবে ব্যবহৃত হচ্ছে।
খাদ্য গুদাম ০১ তলা বিশিষ্ট ভবন ০২ টি কক্ষ।
জ্বালানী কাঠ ঘর ০১ তলা বিশিষ্ট ভবন ০১ টি কক্ষ।
আটার কল ০১ তলা বিশিষ্ট ভবন ০১ টি কক্ষ।
বন্দীদের ক্যান্টিন ০১ তলা বিশিষ্ট ভবন ০১ টি কক্ষ।
বন্দীদের রান্নাঘর ০১ তলা বিশিষ্ট ভবন ০১ টি কক্ষ।
নর সুন্দর ০১ টি টিনসেড কক্ষ।
প্রশাসনিক ভবন প্রধান ফটকের সঙ্গে লাগানো ০১ টি।
কর্মকর্তা- কর্মচারীদের বাসভবন
কর্মকর্তা বাসভবন ০২ তলা বিশিষ্ট ভবন।
কর্মচারীর বাসভবন

১। ৬০০ বর্গফুট ০৪ তলা বিশিষ্ট ভবন ০২ টি।

২। ৮০০ বর্গফুট ০৩ তলা বিশিষ্ট ভবন ০১ টি।

৩। বিভাগীয় অর্থে নির্মিত পিসিআর বাসা ০২ টি।
অনুমোদিত জনবল জেল সুপার ০১, সহকারি সার্জন ০১, জেলার ০১, ডেপুটি জেলার ০২, ডিপ্লোমা নার্স ০১, সর্বপ্রধান কারারক্ষী ০১, প্রধান কারারক্ষী ০৩, সহকারী প্রধান কারারক্ষী ০৫, সহকারি মেট্রণ ০১, কারারক্ষী ৪৯, মহিলা কারারক্ষী ০৯, ফার্মাসিস্ট ০১, কারা সহকারি কাম কম্পিউটার অপারেটর ০১, হিসাবরক্ষক ০১, সহকারী বাচুর্চি ০১, পরিচ্ছন্নকর্মী ০১। মোট পদ ৭৯ জন।