ওকালতনামা স্বাক্ষরের নিয়মাবলী
১।ওকালত নামা নিদ্দিষ্ট বাক্সে জমা দিন।
২। বন্দির পূর্ণ ঠিকানা এবং মামলা বৃত্তান্ত সঠিকভাবে লিখে ওকালতনামা বাক্সে ফেলুন।
৩। ০১ ঘন্টা পর পর ওকালতনাম বাক্স খুলে বন্দির স্বাক্ষরান্তে আইনজীবি/আত্মীয় স্বজনের নিকট
হস্তান্তর করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওকালতনামা ফেরত না পেলে অনুসন্ধানে বা রিজার্ভ গার্ডে
কর্তব্যরত প্রধান করারক্ষীর নিকট অথবা নিচে উল্লেখিত টেলিফোন নাম্বারে অবহিত করুন।
৪। ওকালতনামা স্বাক্ষরের জন্য কোন প্রকার টাকা পয়সা লেন-দেন করবেন না। কেহ
ওকালতনামা স্বাক্ষরের জন্য আপনার কাছে টাকা পয়সা দাবী করলে রিজার্ভ গার্ডে কর্তব্যরত
প্রধান করারক্ষী অথবা নিম্নিলিখিত টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষিত
অভিযোগ রেজিস্টারে লিপিবদ্ধ করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস