ক্রমিকনং | সেবা সমূহ | সেবা কিভাবে পাবে |
০১ | আদালত হতে আগত নতুন বন্দীদের কারা অভ্যন্তরে অবস্থান | আদালত হতে আগত নতুন বন্দীদের শ্রেনী বিন্যাস করতঃ যথাযথ আবাসনের ব্যবস্থা করা হয়, বিচারাধীন বন্দীদের নির্ধারিত তারিখে আদালতে হাজিরা নিশ্চিত করা হয়, বন্দীদের সাথে রক্ষিত টাকা পয়সা ও মূল্যবান দ্রব্যাদি জেলারের নিকট যথাযথ হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়| |
০২ | অসহায়/দরিদ্র বন্দীদের বিনা খরচে আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করা | অসহায় অসচ্ছল বন্দীদের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে সরকারী কৌশলী নিয়োগের মাধ্যমে যথাযথ আইনগত সহায়তা প্রদান করা হয়। |
০৩ | সাজাপ্রাপ্ত বন্দীদের জেল আপীল করা | অসহায় অসচ্ছল সাজাপ্রাপ্ত বন্দীদের সুবিচার প্রাপ্তিতে নির্ধারিত সময়ের মধ্য কারাগার হতে উচ্চ আদালতে আপিল (জেল আপীল) দায়ের করা হয়| |
০৪ | বন্দীদের সুষ্ঠ ভাবে দেখা স্বাক্ষাত | আত্নীয়-স্বজন হাজতী বন্দীদের সাথে ১৫ দিন অন্তর, কয়েদী বন্দীদের সাথে মাসে একবার এবং ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দীদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ আদালতের অনুমতি স্বাপেক্ষে দেখাকরানো হয়। ইহা ছাড়াও বন্দীদের সাথে তারকৌশলীকে দেখা সাক্ষাতের সুযোগ প্রদান করা হয় এবং বন্দীদের সাথে দেখা করার জন্য জেল সুপারের বরাবরে আবেদন করতে হয়। |
০৫ | বন্দীদের পিসিতে টাকা জমাদান | কারাগারে আটক বন্দীদের ব্যক্তিগত তহবিলে (পিসি) অর্থ জমা রাখার প্রয়োজনে মানি অর্ডার করতে পারবেন অথবা বন্দীর আত্নীয়-স্বজন সরাসরি তার পিসিতে অর্থ জমা দিতে পারবেন কারাগারের রিজার্ভ গার্ডে কর্ত্যরত প্রধান কারারক্ষীর সহযোগীতায় এই অর্থজমা নেওয়া হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS